Home ব্রেকিং মতলব উত্তরে সাংবাদিক সম্মেলনে সুলতানাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী খোকনের অভিযোগ ৪ টি...

মতলব উত্তরে সাংবাদিক সম্মেলনে সুলতানাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী খোকনের অভিযোগ ৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

41
0
SHARE

ইসতিয়াক জামান নাফিজ: মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে  স্বতন্ত্র প্রার্থী
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশিং সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক খোকন নির্বাচনী ইশতেহার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তার প্রতীক ঘোড়া।
           বৃহস্পতিবার উপজেলার টরকী বাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়  বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
        আবু বকর সিদ্দিক খোকন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে ১৯৯১ সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের  মাধ্যমে রাজনীতি শুরু করি।
               নির্বাচনী ইশতেহারে আবু বকর সিদ্দিক খোকন বলেন,সমাজে থকে সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায় অবিচার নির্মূল করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ঘুষ দুর্নীতি বন্ধ করা, মাদক মুক্ত করা এবং সরকারের ঘোষনা অনুযায়ী দারিদ্র মুক্ত ইউনিয়ন গঠন করা আমার লক্ষ্য।
               স্বতন্ত্র প্রার্থী খোকন বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। কারণ আমি জনগণের প্রার্থী, জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচন করছি। তাই সুন্দর পরিবেশে নির্বাচন হলে, আমি প্রায় ৭৫ ভাগ ভোট পাবো ।
            তিনি অভিযোগ করেন, আমার ইউনিয়নে ৪ টি ভোট কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ৬নং ওয়ার্ড আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ড চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ড বড় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ড চর লক্ষীপুর  ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে, যা আমি প্রশাসনকে অবগত করেছি।
আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করছি।
image_pdfimage_print