Home জাতীয় হাসপাতাল থেকে বাসায় ব্যারিস্টার রফিক-উল হক

হাসপাতাল থেকে বাসায় ব্যারিস্টার রফিক-উল হক

51
0
SHARE

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তাকে বাসায় নেওয়া হয়েছে।

আদ-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ জানিয়েছেন, ব্যারিস্টার রফিক-উল হককে আজ শনিবার সকালে বাসায় নেওয়া হয়।

তিনি জানান, ব্যারিস্টার রফিক-উল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।

শুক্রবার বিকালে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় প্রবীণ এই আইনজীবীকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে এই হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতালের ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

image_pdfimage_print