
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনা ভাইরাসের পর দেশের মাটিতে ফিরেছে ক্রিকেট। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানও মাঠে ফিরেছেন। এবার সাইফউদ্দিনের ২ ওভারে ২২ রান করার চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সাকিব আল হাসান। রবিবার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাইফউদ্দিন।
সাইফউদ্দিন লিখেছেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল (সোমবার) সাকিব ভাইয়ের সাথে দুই ওভারে ২২ রান এর চ্যালেঞ্জ ম্যাচটা খেলব। দোয়া করবেন সবাই আমার জন্য।’
গত জুলাইয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে চ্যালেঞ্জের বিষয়টি জানিয়েছিলেন সাইফউদ্দিন। তিনি লিখেছিলেন, ‘সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করব এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন স্যার থাকবেন আম্পায়ার হিসেবে। মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবে ইনশাআল্লাহ।’
আগামী ২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। সাকিব আল হাসান খেলবেন জেমকন খুলনার হয়ে। আর সাইফউদ্দিন খেলবেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে।