Home ব্রেকিং যুবলীগের ব্যানার-পােস্টার-ফেস্টুন প্রকাশে অনুমােদন নিতে হবে

যুবলীগের ব্যানার-পােস্টার-ফেস্টুন প্রকাশে অনুমােদন নিতে হবে

43
0
SHARE

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কোন ধরণের ব্যানার, পােস্টার ও ফেস্টুন প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মােঃ মাইনুল হােসেন খান নিখিলের অনুমোদন নিতে হবে। সংগঠনের সার্বিক সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে এই রীতি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যানার-পােস্টার-ফেস্টুন প্রকাশের জন্য অনুমতি নিতে নিম্নবর্ণিত ব্যক্তি ও মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রচার সম্পাদক জয়দেব নন্দী (মােবাঃ ০১৭৩৪৬৪৪৪২৪),

দপ্তর সম্পাদক মােঃ মােস্তাফিজুর রহমানমাসুদ (মােবাঃ ০১৭১১২৩০৮৫৭),

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মােঃ জহিরুল ইসলাম মিল্টন (মােবা: ০১৭১১০০৮৫৬৪),

উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী (মােবা: ০১৭৯৫৬৪৭২৩২),

উপ-দপ্তর সম্পাদক মােঃ দেলােয়ার হােসেন শাহজাদা (মােবা: ০১৭১১৬৬৪৬৬৫),

উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এড. শেখ নবীরুজ্জামান বাবু (মােবা: ০১৯১৫৪৬০৮৮৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপরোক্ত মাধ্যমে সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের অনুমােদন ব্যতিরেকে প্রকাশ ও প্রচার বাঞ্ছনীয় নয়। সংগঠনের সার্বিক সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে এই রীতি মেনে চলার নির্দেশ দিয়েছেন।

image_pdfimage_print