
ঢাকা মহানগর(দ:) আওয়ামীলীগ (চাঁদপুর-২) এডভোকেট মো:নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, দেশে দুর্নীতি কিছুটা আছে। তবে সরকার তা কঠোরভাবে দমন করতে ব্যবস্থা নিচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান-প্রজন্ম ঐক্যজোট আয়োজিত আলোচনা বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন মো:নুরুল আমিন রুহুল।
এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কথায় কথায় দুর্নীতির কথা বলেন। দুর্নীতি সারা পৃথিবীতেই কম বেশি আছে। আমাদের এখানেও যে নেই সেটা আমরা বলব না। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যার বিরুদ্ধে যখনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আপনাদের সময় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। হাওয়া ভবন বানিয়ে আপনাদের নেতা তারেক রহমান কমিশন বাণিজ্য করেছেন। আপনারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি নেতারা সরকারের উন্নয়নের সমালোচনা করছেন। বিএনপি নেতারা পদের লোভে স্বাধীনতা যুদ্ধ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন আমিন রুহুল।
বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যার দিনে কেক কেটে তার উপর প্রতিশোধ নিচ্ছেন।
বিশেষ অতিথিবৃন্দ:এডভোকেট মো:নুরুল আমিন রুহুল এমপি(চাঁদপুর-২),সিনিয়র সহ-সভাপতি ঢাকা মহানগর(দ:) আওয়ামীলীগ, বাবু পঙ্কজ দেবনাথ এমপি (বরিশাল-৪),
, সুজিত রায় নন্দী,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ,সাবেক ভিসি,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জনাব শাবান মাহমুদ,মহাসচিব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও নব নিযুক্ত প্রেস মিনিস্টার,দিল্লী,অধ্যাপক ডা:এম এ আজিজ, মহাসচিব,স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ),এফ এম শরীফুল ইসলাম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর(দ:)আওয়ামীলীগ,সভাপতি: ব্যারিস্টার জাকির আহাম্মদ, সাবেক ছাত্রনেতা ও সদস্য আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি।,সঞ্চালক: জয়ন্ত আচার্য,সাংবাদিক ও সদস্য আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি।সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।