Home ব্রেকিং নৌকার প্রচারনায় যুবলীগের কেন্দ্রীয় কমিটি চট্রগ্রাম উত্তর টিম-০১

নৌকার প্রচারনায় যুবলীগের কেন্দ্রীয় কমিটি চট্রগ্রাম উত্তর টিম-০১

37
0
SHARE

প্রতিদিন ডেস্ক::আসন্ন চৌমুহনী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন ফয়সল এর নৌকা মার্কার  নির্বাচনী গণসংযোগ করেছেন।

গণসংযোগে অংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন , শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই , উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাওটারী , সহ- সম্পাদক মনিরুল ইসলাম আকাশ , কার্যকরীসদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল , কেন্দ্রীয় সদস্য  সাজ্জাদুল ইসলাম , মোজাম্মেল হোসেন , ডা. সম্রাট নাসের খালেক, সাইফউদ্দিন শাহজাদা ,  খিজির হায়াত , নিজাম উদ্দিন শামিম , আশফাক আহম্মেদ চৌধুরী শুভ, জহিরুল আমিন জহির ,

নোয়াখালী জেলা যুবলীগ এর আহ্বায়ক ইমন ভট্র , যুগ্ন -আহ্বায়ক একরামুল হক বিপ্লব, আমিনুল হক মুন্না, মাসুদুর রহমান শিপনসহ জেলা, উপজেলা, পৌর যুবলীগের নেতৃবৃন্দ ।

image_pdfimage_print