Home ব্রেকিং যুব সমাজের উদ্যোগে বালুচর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুব সমাজের উদ্যোগে বালুচর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

38
0
SHARE

সোহেল আলমঃ ২৯ জানুয়ারী শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বালুচর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনা প্রকোপ থাকার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আয়োজনে মসজিদের ভিতরেই এই মাহফিলের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। এসময় ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী লায়ন আরিফ উল্যাহ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহতি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আরিফ উল্যাহ সরকার বলেন- যুব সমাজের এই উদ্যোগকে চলমান রাখতে তাদের পাশে সবসময় আমি আছি। যুব সমাজ দেশের সম্পদ, আমরা যদি তাদের ভালো উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের উৎসাহ দিতে পারি তাহলে দেশ ও সমাজের উন্নয়নে তারা সতঃস্ফুর্ত অংশগ্রহণ করবে। মাগরিবের নামাজের পর শুরু হয়ে রাত ১০টায় আখেরী মোনাজাত ও তবারক বিতরনের মধ্য দিয়ে শেষ হয় মাহফিলের কার্যক্রম।

image_pdfimage_print