Home ব্রেকিং সোনারগাঁয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার শপথ করলো বিডি ক্লিন...

সোনারগাঁয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার শপথ করলো বিডি ক্লিন তারুণ্য।

35
0
SHARE

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
সাহস, প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ১৯৫২ সালে ভাষার জন্য বাংলার দামালরা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বিডি ক্লিন সোনারগাঁওয়ের একদল তরুণ-তরুনী সোনারগাঁ উপজেলা পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” বাস্তবায়নে পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে কামরুজ্জামান রানার সভাপতিত্বে বিডি ক্লিন সোনারগাঁওয়ের ৫০তম পরিচ্ছন্ন কার্যক্রমে প্রধান অতিথি ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইকরাম হোসেনের উপস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগাঁয়ের শতাধিক তরুণ-তরুণীদের নিয়ে বীর সন্তানদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মেঘনা আবাবিল ব্লাড ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আতাউর রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ইকরাম হোসেন বলেন, বিডি ক্লিনের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে পারলে গর্ববোধ করবো। সংগঠনের অধিকাংশই বয়সে তরুণ আর তরুণরা বদলে গেলে পুরো পৃথিবী পাল্টে দেয়া সম্ভব।

পরিচ্ছন্ন মনমানসিকতা তৈরীতে তারুণ্যের মিলনমেলা শীর্ষক পরিচ্ছন্নতার কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু উবায়দা ভূঁইয়া। তিনি বলেন, “আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে”। নিজেকে গর্বিত মনে হচ্ছে বিডি ক্লিন সোনারগাঁও পরিবারের মিলন মেলায় সময় দিতে পেরে। সকল সেচ্ছাসেবী ভাই-বোনদের জন্য রইলো আন্তরিক ভালোবাসা ও শুভ কামনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ইকবাল হোসেন বিজয়, রোটারেক্ট ক্লাব নারায়ণগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আফসার নাদিয়ান অনিম, বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আবু কাউসার আহম্মেদ, বারদী ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি নাজমুল আলম বাবু, ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. কামাল হোসেন, মেঘনা আবাবিল ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী ফারহান, বন্ধু ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মোরসালিন খান প্রমুখ।

image_pdfimage_print