
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হাসান জাহাঙ্গীর সুজনের পায়ে গুলি করেছে এবং তাকে বেধড়ক পিটুনি দিয়েছে একদল দুর্বৃত্ত।
বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ঢাবির গণিত বিভাগের ছাত্র ওবায়দুল হক।
জাহাঙ্গীরের এক বন্ধু বলেন, কয়ে়েক দিন আগে এলাকায় কিছু মাদকসেবীর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিয়েছিলো সুজন। তার পরিপ্রেক্ষিতে প্রাণনাশের হুমকি হিসেবে আজ পা ভেঙ্গে দেওয়া, বেদম প্রহার, পায়ে গুলির মাধ্যমে চরম বর্বরতার প্রকাশ করলো সন্ত্রাসীর দল।
তবে এ হামলা কারা চালিয়েছে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি প্রশাসন।