
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন, সাংবাদিকদের লেখনী ঘুমন্ত জাতিকে জাগ্রত করে।
একটি অবহেলিত সমাজকেও সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার ও কথাবলার সুযোগ দিয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে নেম ভবনের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন নুরুল আমিন রুহুল এমপি।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর সংবাদের প্রতিনিধি আবদুল লতিফ মিয়াজি, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি ফারুক হোসেন, সহ সভাপতি ও দৈনিক আলোকিত চাঁদপুরের প্রতিনিধি দেওয়ান মোঃ সালাউদ্দিন, সহ সভাপতি ও বিশ্ব বিদ্যালয় পরিক্রমার প্রতিনিধি আতিকুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও নূরানী রেডিও এর ব্যাবস্থাপনা পরিচালক ফয়েজুন নুরী আখন রাসেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর এর প্রতিনিধি মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশবার্তার প্রতিনিধি সালেহ আকরাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন, উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকী, কার্যকরী পরিষদের সদস্য ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল বারী।