
আশিক সরকার : করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর,কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক ।
আজ রবিবার (১৫ মার্চ ) দুপুর ২ টায় শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল টিকা গ্রহণ করেন তিনি।
কোভিডের টিকা গ্রহণ শেষে ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর,কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক -কে বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। করোনা ভাইরাসের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,”স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। কোন প্রকার গুজবে বিশ্বাস না করে সবাইকে টিকা নিতে হবে।”