
করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসচেতনা বাড়াতে যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. মাইনুল হোসেন খান নিখিল নির্দেশে যুবলীগের মানবিক নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম উদ্যোগে মতিঝিল শাপলা চত্বর, সচিবালয়ের পাশে জিরো পয়েন্ট ও কাকরাইলে সপ্তাহব্যাপী মাস্ক ও সুরক্ষা সামগ্রি বিতরণ কর্মসূচি আজ দ্বিতীয় দিনে ( ১৩ এপ্রিল ২০২১)। দুপুরে শাপলা চত্তরে মাস্ক ও সুরক্ষা সামগ্রি বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, গত বছর করোনার প্রথম ধাপ থেকেই যুবলীগ মাঠে থেকে সাধারণ মানুষকে সহায়তা করেছে। মরদেহ দাফন ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে। ৪৫ লাখ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। করোনার দ্বিতীয় ধাপে এসেও যুবলীগ মানুষের পাশে থাকবে।
আজম বলেন, এরই মধ্যে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। সাধারণ মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান করছি। সারা বাংলাদেশে ১০ লাখেরও বেশি মাস্ক বিতরণ করা হবে।
হেফাজত ইসলামকে উদ্দেশ করে যুবলীগের এই নেতা বলেন, এই করোনা মহামারিতে হেফাজত ইসলামী নেতাদের ভূমিকা কি ছিল? তা আপনারা জানেন। তারা কখনো সাধারণ মানুষের পাশে ছিল না এবং সব সময় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এরফান চৌধুরী,সাংবাদিক আশিক সরকার, মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।