
রাজধানীর কদমতলীর পাটেরবাগে নতুন একটি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উন্নয়নের আর্থিক অনুদান সংগ্রহ করা হয়।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন মসজিদের অবকাঠামোগত উন্নয়নের জন্য এক লাখ টাকা আর্থিক অনুদান দেন।
জুমার নামাজের পর কামরুল হাসান রিপন বলেন, করোনার মহামারিতে প্রধানমন্ত্রীসহ দেশের সব মানুষের সুস্থতা কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন সব সংকট-দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেন।