
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। নতুন করে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে আরও ২৫৩৬ জন।
এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা পজিটিভ হয়েছে ২ হাজার ৩২২ জন।
আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৪৯ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০,৫৮৪টি। পরীক্ষার অনুপাতে শনাক্ত হয়েছে ১২.৩৩ শতাংশ।