Home আইন/আদালত যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

43
0
SHARE

নিউজ: রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ নেজাম উদ্দিন (৩৫) ও রিপন হাওলাদার (২৫)। গ্রেফতাররের সময় তাদের হেফাজত হতে ১,০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে জানান, ১২ জুন, ২০২১ (শনিবার) সকাল ৯:৩০ টায় যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করত।

গ্রেফতারকৃতদের যাত্রাবাড়ী থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

image_pdfimage_print