Home বিনোদন সেলিব্রিটির ‘অভিনয়ে’ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

সেলিব্রিটির ‘অভিনয়ে’ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

35
0
SHARE

ঢালিউড অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত ৩০ জুন নাসির মুক্তি পান।মুক্ত হয়ে নাসির ইউ মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, ‘বড় রকমের ভিকটিম হলাম। কোনো দিন হাজত দেখিনি। রিমান্ডে ১২ দিনসহ ১৮ দিন জেল-হাজতে কাটিয়েছি। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না। আশা করি, তদন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তুলে আনবে।’

নাসির ইউ মাহমুদ আরও জানান, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নির্বাচিত জিএস ছিলাম। ঢাকার প্রথম বিভাগের ফুটবলার ছিলাম। উত্তরা ক্লাবের তিনবার সভাপতি ছিলাম। আমাকে আটক করার পরও কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

একজন সেলিব্রিটির অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।’

image_pdfimage_print