Home আন্তর্জাতিক মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইরাকে

মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইরাকে

37
0
SHARE

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটিতে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।

বিমানবন্দরটিতে ড্রোনের সাহায্যে বোমা হামলা এবং অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
খবর রয়টার্সের।

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়েও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়।

হামলার পরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়।তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এর আগে গত সোমবার ইরানের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

একইদিন রাতে বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয় এবং মার্কিন সেনারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে।

এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় শিকার না করলেও যুক্তরাষ্ট্রের অভিযোগের আঙ্গুল ইরানের দিকে।

ইরাকের জনগণ আর তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। দেশটির পার্লামেন্ট ২০২০ সালের জানুয়ারি মাসে একটি আইনও পাস করে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

image_pdfimage_print