
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় একটি জুস কারখানায় আগুনে এখন পর্যন্ত ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো লাশ উদ্ধারের কাজ চলছে। শুক্রবার দেড়টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা কারখানার ভেতর থেকে লাশগুলো একের পর এক বের করে আনেন।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, এখন পর্যন্ত কারখানার ভেতর থেকে ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের বেশিরভাগই শিশু। আগুনের ঘটনায় জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উদ্ধারে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য বলেছেন, আগুনে নিহতদের কাউকেই শনাক্ত করার মতো উপায় নেই। লাশগুলো এতটাই বিকৃত হয়েছে যে, সেগুলো চেনার উপায় নেই। এখন লাশগুলো নেয়া হচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ডিএনএ পরীক্ষার পর লাশগুলো শনাক্ত করা হবে। রাতের ওই আগুনে এখনো খোঁজ মিলছে না অনেকের।