Home খেলাধূলা কোপার ফাইনালে থাকছে ১০ শতাংশ দর্শক!

কোপার ফাইনালে থাকছে ১০ শতাংশ দর্শক!

37
0
SHARE
News Concept: Brazil Flag Button On Argentina Flag Button, 3d illustration on white background

শুধু ফুটবলই নয়, যে কোনো খেলারই বাড়তি আকর্ষণ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি। সবকিছু ছাপিয়ে ম্যাচে রোমাঞ্চ, উৎসাহ বা উত্তেজনা যোগান দর্শকরা। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে কোপা আমেরিকার এবারের আসরে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। এতে কিছুটা হলেও আকর্ষণ হারিয়েছে টুর্নামেন্টটি। তবে সীমিত সংখ্যক হলেও কোপার শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা মিলবে ফুটবল পাগল দর্শকদের। এবারের আসরের ফাইনালের ভেন্যু মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলকে সমর্থন যোগানোর সুযোগ পাচ্ছেন ব্রাজিল-আর্জেন্টিনার ৭৮০০ জন দর্শক।

রোববার বাংলাদেশ সময় ভোর ৬ টায় কোপার ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ব্রাজিল। এ ম্যাচে দুই দলের ২,২০০ জন করে মোট ৪৪০০ জন সমর্থক স্টেডিয়ামের গ্যালারিতে থাকবেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে। শুধু তাই নয়, দু’দলের সমর্থক ছাড়াও আরো ৩৪০০ জন উপস্থিত থাকবেন মারাকানার গ্যালারিতে। এ তালিকায় থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ভিভিআইপিরা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) এই টিকিটগুলো ছেড়েছে বলে নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে।

তারা জানায়, ফাইনালে স্টেডিয়ামে প্রবেশের আগে অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে সবাইকে। তবে এদের মধ্যে ভিভিআইপিরা কেবল পিসিআর টেস্ট করিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এই হিসেবে মারাকানা স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ১০ শতাংশ দর্শক এবারের কোপার ফাইনাল খেলা দেখার সুযোগ পাবেন।

image_pdfimage_print