
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার ইসবপুর গ্রামে ইসবপুর উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে তাদের আটক করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
আটকৃতরা হলেন- উপজেলার ধুরইল গ্রামের মৃত কোরবান আলী মন্ডল এর ছেলে সুমন মন্ডল (৩৮), মানপুর গ্রামের আক্কাস ফকির এর ছেলে লুৎফর ফকির (২৪) ও মোজাফফর হোসেন এর ছেলে আন্টু মিয়া (৪৫), পরানপুর গ্রামের মৃত রাজেন্দ্রনাথ এর ছেলে অখিল চন্দ্র (৩৭), আজমপুর গ্রামের মৃত মৃত আলীম উদ্দিন এর ছেলে নাসির মন্ডল (৪৮) ও মৃত কলিম উদ্দিন মন্ডল এর ছেলে মিলন হোসেন (৪২), ইসবপুর গ্রামের মৃত কোবাদ আলী মন্ডল এর ছেলে মামুদ মন্ডল (৪৯) ও মৃত রামলাল মন্ডল এর ছেলে শুনীল চন্দ্র মন্ডল (৪৮) এবং চকচৈতন গ্রামের আতোয়ার হোসেন এর ছেলে নাজমুল হোসেন (২৪) ও পরব আলীর ছেলে আব্দুল খালেক (৪০)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্ণেল তৌকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসবপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিদ্যালয়ের বারান্দা থেকে তাস তিন প্যাকেট ও এক হাজার দুইশ টাকা সহ ১০ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন জানান, ১০জন জুয়াড়িকে আটকের পর রাতেই র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। আটকদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।