
ভক্তদের চমকে দিকে এবার নারী রূপে হাজির হয়েছেন হিরো আলম।
সরদার প্রোডাকশন ব্যানারে ‘ভাইরাল বউ’ শিরোনামে নতুন এক নাটকে শিগগিরই নারীর বেশে দেখা যাবে তাকে।
বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন হিরো আলম। সেখানে নারীর সাজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, শিগগিরই নতুন নাটক চলে আসতাছে, দেখতে হলে চোখ রাখুন।