Home জাতীয় দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে মিলাদ ও...

দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে মিলাদ ও দোয়া

38
0
SHARE

শামসুজ্জামান ডলার :
দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা, চ্যানেল আই ও জাগো নিউজের ষ্টাফ রিপোর্টার এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী ৮ আগষ্ট রবিবার। এ উপলক্ষে গত ৭আগষ্ট শনিবার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ফরাজীকান্দি দরবার শরীফের মসজিদে ফাতেমাতু-য-যোহরায় বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ফরাজীকান্দি দরবার শরীফের বর্তমান পীর আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।

এসময় উপস্থিত ছিলেন মসজিদে ফাতেমাতু-য-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার, ফরাজীকান্দি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা শাহেনশাহ সেলিম লিটন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমএ হান্নান, ফরাজীকান্দি কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইন, মাওলানা মামুন হোসাইনসহ নেদায়ে ইসলাম আল-আমিন এতীম খানা ও হাফিজীখানার দু’শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় মুসুল্লীগন।

মিলাদ ও দোয়া মাহফিলে দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনাসহ সারাবিশ্বের মুসলমানদের মহামারী করোনা থেকে রক্ষায় মুনাজাত করা হয়।

image_pdfimage_print