Home ব্রেকিং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিজস্ব

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিজস্ব

34
0
SHARE

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে রবিবার সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনিরা বাংলার ইতিহাস ও জাতিকে কলঙ্কিত করেছে। আমরা পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির দাবি জানাই। এ দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু এবং তার সব পরিবারকে শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে খাদ্য বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল করছি।

এ সময় নগরের নেতারা ছাড়াও সকল থানা এবং ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print