Home ব্রেকিং সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম খান পলের মৃত্যু

সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম খান পলের মৃত্যু

35
0
SHARE

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পল মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (২৩ আগস্ট) সকাল ৬টায় তিনি স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৮ বছর বয়সে মারা যান। তিনি হার্টের অসুখে ভুগছিলেন।

সাইদুল ইসলাম খান পলের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সকাল সাড়ে ১১টায় এলিফেন্ট রোডের স্টাফ কলেজ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পৈত্রিক নিবাস সিরাজগঞ্জে তাকে দাফন করা হবে। তিনি দুই ছেলের জনক ছিলেন।

‘সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন,’ উল্লেখ করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক সুমন জাহিদ বলেন, ‘১৯৭৫ পরবর্তী সময়ে ছাত্রলীগের শক্তিশালী অবস্থান তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।’

image_pdfimage_print