Home আইন/আদালত র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর চকবাজার এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ মাদক...

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর চকবাজার এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

40
0
SHARE

গত ২৭ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন ৪৮/এ হোসনী দালান রোড, চাঁনখারপুল মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬৫৭ (ছয়শত সাতান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সানি হোসেন (৩২) বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ চকবাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

image_pdfimage_print