
২৯ আগস্ট রবিবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫/এ১ কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ ২০২১” এর কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মতিঝিল এলাকায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২১” বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন আলহাজ¦ মোঃ আরিফ উল্যাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন – রিজিয়ন চেয়ারপার্সন লায়ন একেএম গোলাম ফারুক, লায়ন রূপশ্রী চক্রবর্তী, লায়ন মোঃ শহীদ উল্লাহ, লায়ন্স ক্লাব অব ঢাকা ভ্রাবো এর প্রেসিডেন্ট লায়ন ফারুক আহমেদ, প্রেটোকল শেখ আনিসুর রহমান, এডভাইজর লায়ন মোঃ লোকমান হোসেন, ক্লাব মেম্বার লায়ন মেহেদী হাসান, লায়ন মোঃ হাবিবুর রহমান মানিক, লায়ন মোঃ আক্তার হোসেন।
এসময় লায়ন আরিফ উল্যাহ সরকার সাংবাদিকদের বলেন- স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাংলার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জাতির পিতার স্মরণেই আমাদের এই আয়োজন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করি। তাঁর আদর্শ ধারণ করেই মানব কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।