Home ব্রেকিং ইতালির রো‌মে মাননীয় প্রধানমন্ত্রী, জন‌‌নেত্রী শেখ হা‌সিনার জন্ম‌দিন পালন

ইতালির রো‌মে মাননীয় প্রধানমন্ত্রী, জন‌‌নেত্রী শেখ হা‌সিনার জন্ম‌দিন পালন

37
0
SHARE

ইতালি আওয়ামী যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে রোমের ভিক্টোরিয়া জামে মসজিদে।এ সময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ উজ্জল মৃধা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এনায়েত করিম। উপ-প্রচার সম্পাদক স্বপন দাস।কার্যকরী সদস্য মোঃ আলাউদ্দিন শিমুল, মো:রফিক বেপারী, মোঃ আমিন বেপারী,মোঃ ইলিয়াস মল্লিক, স্বপন মালত, সহ আরো অনেকে।
বক্তারা বলেন“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি চরম প্রতিকূল পরিবেশেও থাকতে পারেন শান্ত, স্বপ্ন দেখতে পারেন, দেখাতেও পারেন। ঠিক যেন পিতার প্রতিচ্ছবি। সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে অবিচল। তার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রজ্ঞা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্র। একসময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’, দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত দেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাঙালি জাতি।

সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘািয়ুক কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

image_pdfimage_print