Home ব্রেকিং মতলবে লক্ষাধিক মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলবে লক্ষাধিক মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

41
0
SHARE

শামসুজ্জামান ডলার : বৃহত্তর মতলবে লক্ষাধিক মাস্ক বিতরনের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

গত ১২ ফেব্রুয়ারী শনিবার বিকালে তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার, সুজাতপুর বাজার ও মতলব দক্ষিন উপজেলার মতলব বাজার ও নারায়ণপুর বাজারে সহ বিভিন্ন এলাকার সাধারন মানুষদের মাঝে মাস্ক বিতরন করেন এবং তাদের মধ্যে সচেতনা বৃদ্ধির বিষয়ে কথা বলেন।

এসময় ড. শামসুল আলম বলেন, বাংলাদেশে কোভিড মোকাবিলায় মাস্ক ও স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই। জনগণকে বুঝিয়ে–শুনিয়ে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহীত করতে হবে।

তিনি আরও বলেন,উপস্থিত বিভিন্ন শ্রনী-পেশার মানুষদের মাস্ক পরার বিষয়ে আরো আন্তরিক হবার বিষয়ে জোরদেন। তিনি বলেন, আপনি মাস্ক পরলে আপনিসহ আশপাশের সবাই নিরাপদ থাকবে। তবে তিনি মনে করেন, সবাই সহযোগিতা করলেই বাংলাদেশ কোভিডমুক্ত হবে।’

সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম আরো বলেন,করোনা মোকাবেলায় সবাই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। প্রত্যেকটি মানুষকে করোনা টিকা নিতে হব। দেশে পর্যাপ্ত করোনা টিকা মজুদ আছে। কোন মানুষ যাতে টিকা থেকে বাদ না পড়ে সরকার সে হিসাবে কাজ করছেন।

এসময় তার উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মতলব দক্ষিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা হক, এএসপি(মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, সহকারি কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিন থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব উত্তর থানার ওসি মুহাম্মাদ শাজাহান কামাল, মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসীন মিয়া মানিক, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) রতন ফরাজী, সাবেক কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ

image_pdfimage_print