Home অন্যান্য ৬২ নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৬২ নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

40
0
SHARE

  আশিক সরকার: ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৩/২/২২ ইং তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসন সংসদ সদস্য, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। মিজবাহুর রহমান ভুঁইয়া রতন সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ,
শরফুদ্দিন আহমেদ সেন্টু সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ,গোলাম সারোয়ার কবির সাংগঠনি সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ ।ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন। সালাউদ্দিন বাদল কার্যকরী সদস্যঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। এফ. এম. শরিফুল ইসলাম শরিফ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। এস. কে. বাদল শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। হাজী ইলিয়াছুর রহমান বাবুল সদস্য,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ সৈয়দা রোকসানা ইসলাম চামেলী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ ,ড. খন্দকার তানজির মান্নান সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা হারুনর রশীদ মুন্না,৬২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ।
সঞ্চালনায় ছিলেন, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয়, সভাপতিত্ব করেন দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিবীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বাকের।

উঠতে সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ৬২ নং ওয়ার্ডের প্রতিটি ইউনিটে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

image_pdfimage_print