Home জাতীয় রাজশাহীতে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী; ৪ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

রাজশাহীতে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী; ৪ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

44
0
SHARE

রাজশাহী অঞ্চলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে সমাপ্ত হলো ৪ দিনব্যাপী জাকজমকপূর্ণ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। মোট ১৯ টি প্রদর্শনীতে অংশগ্রহণ করে ৪ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও দর্শক। ১০ থেকে 11 মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিশেষ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। এতে অংশগ্রহণ করে ঢাকা থেকে আগত বিজ্ঞান জাদুঘরের অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৩টি মুভি, মিউজিয়াম ও স্পেস অবজারভেটরি বাস। এতে রুয়েটের ২ সহস্রাধিক শিক্ষক,শিক্ষার্থী ও দর্শনার্থী স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সিম্পোজিয়ামে রুয়েটের শিক্ষক,শিক্ষার্থী এবং গবেষকরা অংশগ্রহণ করেন। পরদিন ১২ মার্চ ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয় রাজশাহী ক্যাডেট কলেজ, অগ্রনী স্কুল এন্ড কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবে। এসব প্রতিষ্ঠানের দেড় সহস্রাধিক শিক্ষার্থী এ কার্যক্রমে অংশগ্রহণ করে। এর পরদিন ১৩ মার্চ, ২০২২ ইং রাজশাহী শিশু সদনে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেয় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন “ বিজ্ঞান শিক্ষায় যেন কোন অঞ্চল পশ্চাদপদ না থাকে, সে লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর কর্তৃক শিক্ষার্থীদের মননে বিজ্ঞান চেতনা সৃষ্টির এ মহৎ আয়োজন। বিজ্ঞানকে উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য ও উৎসবের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। ভবিষ্যতে এ কর্মসূচি সারা দেশে চলবে।”

image_pdfimage_print