
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে গতকাল ১৭ মার্চ ২০২২ ইং বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় সেন্ট জেভিয়ার্স হাই স্কুল প্রাঙ্গনে অত্যন্ত আনন্দমূখ পরিবেশ ও জাকযমকের সাথে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, জাতীয় মহিলা সংস্থা, খুলনার সম্মানিত চেয়ারম্যান ও খুলনা উন্নয়ন কতৃর্পক্ষের(কেডিএ) সম্মানিত সদস্য (প্রশাসন ও অর্থ) অধ্যাপক রুনু রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মাদ মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য এজাজ আহমেদ, শিক্ষক প্রতিনিধি মনিমোহন মন্ডল, সাবেক বিদ্যোৎসাহী সদস্য কবিতা আহমেদ, সাবেক সদস্য জাহিদ হাসান জিয়া, সহ: প্রধান শিক্ষকদ্বয় সহ সকল ছাত্র—ছাত্রী, শিক্ষক—শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে দিনের শুরুতে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাংকন প্রতিযোগতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।