Home জাতীয় বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

40
0
SHARE

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেছাসেবক লীগ। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে তিনি হয়ে উঠেছিলেন রাজনীতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রফপমান, হয়ে উঠেছিলেন বাংলার আপামর জনসাধারণের মুজিব ভাই। রাজনীতির এই মহান কবির জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা।

এসময় মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

image_pdfimage_print