
সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে তামিম ইকবালের দল।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দলে আছেন, তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
স্বাভাবিকভাবেই ওপেনিংয়ে তামিমকে সঙ্গ দেবেন লিটন কুমার দাস। যথারীতি তিনে খেলবেন সাকিব আল হাসান। চারে নামবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। আর পাঁচ নম্বরে নামছেন ইয়াসির আলী রাব্বি।