
সেঞ্চুরিয়নে দাপট দেখিয়ে জোহেনার্সবাগে টাইগারদের বড় হার। সাকিব আল হাসানের পরিবারের চার সদস্য অসুস্থ, তবুও তিনি থেকে গেছেন দলের সাথে। সবার একটাই লক্ষ্য সিরিজ জয়ের রূপকথা লেখা। সাউথ আফ্রিকার ঘরের মাটিতে ওদেরকে হারিয়ে ক্রিকেট ইতিহাস নতুন করে লিখতে চায় টাইগাররা।
ফিল্ডিংয়ে নেমে এখন পর্যন্ত বোলিং তোপে প্রোটিয়াদের কোণঠাসা করে রেখেছে বাংলাদেশ। 100 রান না তুলতেই 6 উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা।
কুইন্টন ডি কককে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছিলেন মেহেদী হাসান মিরাজ। তার জানেমান মালান কাইল ভেরেন্নিকে সাথে নিয়ে জুটি লম্বা করার চেষ্টা করেন। তবে তাসকিন আহমেদ তাকেও থিতু হতে দেননি। ১৬ বলে ৯ রান করে ফিরেছেন ভেরেন্নি।
৩৯ রানে মালানকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ১১ বলে দুই রান করে সাকিব আল হাসানে বলে আউট হয়েছেন অধিনায়ত টেম্বা বাভুমা। তারপরেই দুসেনকে ফিরিয়েছেন বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম। ১০ বলে মাত্র ৪ রান করতে পেরেছিলেন এই প্রোটিয়া ব্যাটার। তাসকিনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন প্রেটোরিয়াস।
তিন ম্যাচে একই দল নিয়ে মাঠে নামছেন তামিমের ইকবাল। তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
বোরহান উদ্দিন/ বি. পরিক্রমা