Home খেলাধূলা ওয়ার্নারকে পাল্টা জবাব দিলেন ফিজ!

ওয়ার্নারকে পাল্টা জবাব দিলেন ফিজ!

42
0
SHARE

বাংলাদেশি কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্যই বাংলা শিখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, এ খবর পুরনোই বলা যায়। তবে এবার বাংলায় মোস্তাফিজকে, ‘কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি!’ বলে সবাইকে চমকে দিয়েছিলেন তার আইপিএলের দিল্লি ক্যাপিটালসের সতীর্থ ওয়ার্নার।

তবে মোস্তাফিজের কার্টারও তো কম ধারালো নয়, পাল্টা জবাবটা তিনি দিয়েছেন টুইটারে। এবং তাও আবার খাঁটি বাংলায়! এবার কী তবে টিয়া পাখির মতো বাংলা শেখা ওয়ার্নারকে রীতিমতো কাগজে কলমে বাংলা লিখতে-পড়তে বসে যেতে হবে?

কারণ বন্ধু আর সতীর্থ ওয়ার্নারকে টুইট বার্তায় মোস্তাফিজ বলেছেন, ‘আমিও তোমাকে ভালোবাসি।’ আর এই জবাবের স্বাদ সরাসরি নিতে হলে তো ওয়ার্নারের বাংলা শেখা ছাড়া আর কোনও উপায় থাকছে না!

image_pdfimage_print