
নিজস্ব প্রতিবেদকঃ ২৩ এপ্রিল শনিবার রাজধানী ঢাকার মালিবাগে চাঁদপুর জেলা সমিতি এর কার্যালয়ে ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শাহ আলম এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য মোঃ আরিফ উল্যাহ সরকার এর সঞ্চালণায় স্কুলের নানাবিদ সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বক্তারা কথা বলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক এসএম রহমত উল্যাহ। পরবর্তিতে সভার ধারাবাহিকতা বজায় রেখে সমিতির বিগত কার্যবিবরণী পাঠ অনুমোদন, মাসিক আয়-ব্যয়ের হিসাব ও ঈদ উল ফিতর এর পর জমকালো অভিষেক অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সরকার ও এসএম ওবায়েদ উল্যাহ, যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল খালেক ও মোঃ রেফায়েত উল্যাহ দর্জি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ সরফুদ্দিন শাওন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জুয়েল সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি. মজিবুর রহমান খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম হোসেন সরদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার বাণী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর আহমেদ টিটু, মোঃ আলাউদ্দিন সরকার, সহপ্রচার ও জনসংযোগ সম্পাদক, মোঃ শাখাওয়াত হোসেন শওকত, সহ-দপ্তর সম্পাদক মোঃ আলী আরশাদ, কার্যনির্বাহী সদস্যগণ মোঃ তফাজ্জল হোসেন, এসএম জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ শামস উদ্দিন, গাজী মোঃ আনোয়ার হোসেন, মোঃ নুরে আলম দর্জি, ইসহাক মোঃ নুরনবী, মোঃ রঈছ উদ্দিন পাটোয়ারী, আরিফা নাজনিন পলি, মমতাজ আহমেদ মলি, রাবিয়া খাতুন পারভীন, ইঞ্জি. মোঃ সাহাব উদ্দিন এ.কিউ.এম রঈস উদ্দিন, মোঃ সাইফুদ্দিন, মোঃ শাহানশাহ কামাল বাবু, মোঃ সোহেল আলম প্রমূখ।