Home রাজনীতি মতলব উত্তরে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের সাথে পরিকল্পনা...

মতলব উত্তরে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের মতবিনিময়

38
0
SHARE

শামসুজ্জামান ডলার ও জহিরুল হাসান মিন্টুঃ মতলব উত্তরে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে মসজিদের ইমামদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মতবিনিময় করেন।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার সরকার শুধু জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করছে তাই নয়,পাশাপাশি ভুলপথ থেকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে । যারা স্বাভাবিক জীবনে ফিরছেন তাদের জীবন মান উন্নয়নে নগদ টাকাসহ বিভিন্ন ভাবে সহায়তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে ৷

চাঁদপুরের মতলব উত্তরে ২৩ এপ্রিল রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়াতনে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন ৷

মন্ত্রী বলেন, উন্নয়নের রোল মডেলের সাথে সাথে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ হচ্ছে রোল মডেল। জঙ্গিবাদের মূলোৎপাটনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দিক নির্দেশনা হচ্ছে- সমাজে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। যারাই স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছে তাদের সুযোগ দেওয়া হয়েছে, পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে তাদের জন্য ৷

মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বড়় বড় হামলার পরিকল্পনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে সক্ষম হয়েছে সরকার ৷
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা শুধু বাংলদেশের নেত্রীই নয় তিনি সারা বিশ্বের নেত্রী ৷

মন্ত্রী আরও বলেন,আপনারা অপপ্রচার কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন ৷ কিছু লোক মিথ্যা রটিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের থেকে সাবধান থাকবেন এবং অন্যায়ের প্রতিবাদ ও সত্যের পক্ষে কাজ করবেন ৷

উপজেলা নির্বাহী অফিসার গাজী শকিফুল হাসানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের সাধার কেয়ার টিকার রাজিবুল আলমের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, শিক্ষক ও ইমাম আমিনুল ইসলাম খান ,
ইসলামিক ফাউন্ডেশন মতলব উত্তরের ফিল্ড অফিসার মাহমুদুর রহমান প্রমুখ ৷
মতবিনিময় শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷ মতবিনিময়ে মতলব উত্তর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

image_pdfimage_print