Home রাজনীতি হাজীগঞ্জ-শাহরাস্তিতে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ

হাজীগঞ্জ-শাহরাস্তিতে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ

43
0
SHARE

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ- শাহরাস্তি উপজেলার এক হাজার পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে হাজীগঞ্জ উপজেলার পিটিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ঈদ বস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জি. মোকলেছুর রহমান, হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মকবুল চৌধুরী, শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সদস্য মাহবুব চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হোসাইন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারীসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

image_pdfimage_print