Home রাজনীতি আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.শামসুল আলম কে চাঁদপুর জেলা আ’লীগের অভিনন্দন

আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.শামসুল আলম কে চাঁদপুর জেলা আ’লীগের অভিনন্দন

99
0
SHARE

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামের কৃতি সন্তান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গত ২৪ মে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬ (ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেছেন। একই দিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাক্ষরিত পত্রে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্ত হওয়ায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল চাঁদপুর গর্বিত সন্তান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

image_pdfimage_print