Home জাতীয় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে অভিভাবকদের সংবাদ সম্মেলন

নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে অভিভাবকদের সংবাদ সম্মেলন

46
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ২৯শে ডিসেম্বর কেনাকাটা করতে গিয়ে বাড়ি না ফেরা ৪ শিক্ষার্থীর সন্ধান দাবি করেছেন স্বজনরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করেন।

এ সময় অভিভাবকরা জানান, গত ২৯শে ডিসেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে শপিং শেষে বাড়ি ফেরার পথে ফার্মগেটে বাস থামিয়ে সাদাপোশাকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন- এশিয়ান ইউনিভারসিটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের আবু খালেদ মোহাম্মদ জাবেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বোরহান উদ্দিন, মানারাত ইউনিভারসিটির শেষ বর্ষের রেজাউল খালেক ও ঢাকা ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. সৈয়দ মমিনুল হাসান।

এদিকে নিখোঁজ আবু খালেদ মোহাম্মদ জাভেদের ছোট ভাই আবু হাসনাত বলেন,নির্বাচনের আগের দিন শনিবার বিকাল ৪টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সঙ্গে তার আরো তিন বন্ধুর ফোন ও বন্ধ পাওয়া যায়। ঘটনার দিন তারা ৫ বন্ধু মিলে শাহবাগে আজিজ সুপার মার্কেটে শপিং এ যায়।

ফেরার পথে ফার্মগেট থেকে তাদের ৪ বন্ধুকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। অপর বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তাদের তুলে নেয়ার বিষয়টি জানতে পারি। এরপর আমরা ডিবি কার্যালয় থেকে শুরু করে স্থানীয় সব থানায় যোগাযোগ করেছি কিন্তু তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। এ বিষয়ে জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তারা ৪ জনই পুলিশ হেফাজতে আছে।।

image_pdfimage_print