Home রাজনীতি বাঙালি বিজয়ী জাতি, যা চিন্তা করে তাই করে : আমু

বাঙালি বিজয়ী জাতি, যা চিন্তা করে তাই করে : আমু

40
0
SHARE

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধে জয়ের পর আমরা বিজয় মিছিল করেছিলাম, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে আমরা আরো একটি বিজয় অর্জন করবো। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি জাতি যা চিন্তা করে তাই করে, বাঙালিরা বিজয়ী জাতি।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (১৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ১৪ দল আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, একটি পরিবারের পাঁচ সন্তানের মধ্যে একজন বিপথগামী হলে তাকে কুলাঙ্গার বলে। আর জাতির ভেতরে যদি কেউ কুলাঙ্গারের ভূমিকা পালন করে, তাকে জাতীয় কুলাঙ্গার বলে। পদ্মা সেতুর বিরোধিতা করে এবং ‘৭৫-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার – স্লোগান দিয়ে প্রমাণ করেছে যে তারা (বিএনপি-জামায়াত জোট) খুনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরো বলেন, শেখ হাসিনা মৃত্যুকে আলিঙ্গন করে এত বছর ধরে এগিয়ে যাচ্ছেন। মহান রাব্বুল আলামিন তাকে বারবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। শেখ হাসিনা করোনা মোকাবিলা করে দেখিয়েছেন তার নেতৃত্ব কীভাবে সফল হতে পারে।

১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ করে আজ আমরা আনন্দ মিছিল করছি। আজ যখন পদ্মা সেতু তৈরি হয়ে গেছে তখন দেখা গেছে বহু দাবিদার দাঁড়িয়ে গেছে। পদ্মা সেতু যখন মাথা তুলে দাঁড়িয়েছে তখন তাদের মাথাব্যথা শুরু হলো। পদ্মা সেতু দিয়ে পারাপারের বাস্তবতা আপনাদের মেনে নিতে হবে।

সমাবেশে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ১৪ দল একটি আদর্শিক জোট। এই দল জননেত্রী শেখ হসিনার সঙ্গে আছে এবং থাকবে।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, ১৫ আগস্টের চেতনা তারা অন্তরে লালন করে। বিএনপি ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আগামী নির্বাচনের মাধ্যমে এই অপশক্তিকে বিতাড়িত করতে হবে। রাজনীতি থেকে তাদের বিতাড়িত করলেই আমরা পূর্ণ শক্তি পাবো।

বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির গর্ব। এটি এমন একটি উপহার যা মানুষ কল্পনাও করতে পারেনি। ষড়যন্ত্র-চক্রান্ত থাকবেই, তাকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। কোনো শক্তি আমাদের পিছিয়ে রাখতে পারবে না।

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। এই সেতু নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের মানুষ যেন এর সুফল না পায় সেই পাঁয়তারা চলছে। ‘৭১-এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই আজ ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি একা নন, টেকনাফ থেকে তেঁতুলিয়ার ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে। লাখ লাখ হাতিয়ার বঙ্গবন্ধুর ডাকে গর্জে উঠেছিল। সেই হাতিয়ার এখন যদি গর্জে ওঠে তাহলে তারা পালানোর পথ পাবেন না।

সমাবেশশেষে ১৪ দলের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের দিকে মিছিল নিয়ে যান।

image_pdfimage_print