Home ব্রেকিং মতলব উত্তরে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মতলব উত্তরে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

37
0
SHARE

বাংলাদেশ যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভিন চৌধুরী রিনা এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীণার উদ্যোগে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার ছেংগারচর পৌর যুবলীগ কার্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রেনু বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকলিমা আক্তারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন নেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলি বেগম, পৌর যুব মহিলা লীগের সভাপতি শিলা আক্তার, যুব মহিলা লীগ নেত্রী লাকী আক্তার, আছমা আক্তার খুকি, শাহিনুর আক্তার প্রমুখ।

আলোচনা সভা ও কেক কাটার পর আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে মহিলা যুবলীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে যুবলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম প্রধান, ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আ. সাত্তার, ছেংগারচর পৌর কৃষক লীগের সভাপতি আ. কদির প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, পৌরসভার সাবেক কমিশনার আওয়ামী লীগ নেতা মো. খোকন প্রধান, মুক্তিযোদ্ধা নুরুল হক ঢালী, পৌর যুবলীগ নেতা রেজাউল করিম ডেঙ্গু, বাদল ঢালী, সোহেল রানা, মানিক বেপারী, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, শ্রমিক লীগ নেতা আমিন মিয়াজী, কবির হোসেন সরকার, পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজী, রাজিব, শান্ত বকাউল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নারীদের কথা বলে থাকে। আওয়ামী লীগ দেশের ক্ষমতায় যতবারই আসে ততবারই নারীদের কল্যাণে কাজ করে থাকে। বয়স্ক ভাতা, বিধাবা ভাতা, মাতৃদুগ্ধ ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ নারীদের কল্যাণে নারীবান্ধব শেখ হাসিনার সরকার যুগান্তকারী উন্নয়ন করেছে।

বক্তারা আরো বলেন, দেশ পরিচালনায় আজ পুরুষের পাশাপাশি নারীদেরও রয়েছে বিশেষ ভূমিকা। যুব মহিলা লীগ হচ্ছে আওয়ামী লীগের নারী শক্তি। এ শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে এবং আগামী নির্বাচনে মতলবের মাটি ও মানুষের নেতা আধুনিক মতলবের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং মতলব উত্তর-দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভিন চৌধুরী ও মতলব উত্তর-দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীণার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুব মহিলা লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। উপজেলা ও ছেংগারচর পৌরসভায় যুব মহিলা লীগের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল আনতে কাজ করে যাবে।

বক্তারা বলেন, মতলবে যত উন্নয়নমূলক কাজ হয়েছে তা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে আওয়ামী লীগের সময়ে হয়েছে। মতলবের অসংখ্য রাস্তাঘাট, স্কুল-কলেজ, মতলব ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণ, মতলব উত্তরে ৫০ শয্যা হাসপাতাল, মতলব উত্তর উপজেলা প্রতিষ্ঠা, ছেংগারচর পৌরসভা প্রতিষ্ঠা, একটি হাইস্কুল ও একটি কলেজ সরকারিকরণসহ মতলবকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন তিনি।

বক্তারা আরো বলেন, এই মতলবে আগে যুব মহিলা লীগ ছিল না। মহিলা আওয়ামী লীগ শক্তিশালী ছিল না। আজ মতলবে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠেছে। এই সংগঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে পরিশ্রম করেছেন মতলব উত্তর-দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভিন চৌধুরী এবং মতলব উত্তর-দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীণা। তাদের কারণেই আজে আমরা যুব মহিলা লীগ। আজ যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

উল্লেখ্য, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে প্রতিষ্ঠা করেন যুব মহিলা লীগ। এই সংগঠনটি আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।

image_pdfimage_print