
চাঁদপুরের মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের নলুয়া মরহুম ছেবত আলী প্রধানীয়া বাড়িতে নবনির্মিত মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সাজেদুল হোসেন চৌধুরী দীপু।
শুক্রবার (২২ জুলাই) জুমার নামাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে মতলব ধনাগোদা ব্রিজ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।
তিনি নবনির্মিত মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে মুসল্লির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান তিনি। একই সঙ্গে তার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জন্যও তিনি দোয়া চান।
শুভেচ্ছা বক্তব্যে সাজেদুল হোসেন চৌধুরী বলেন, আজকে এই মসজিদ উদ্বোধন করতে আমার বাবা মতলবের উন্নয়নের রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের আসার কথা ছিল। কিন্তু দলীয় কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি।
তিনি বলেন, আমার বাবা এবং আমাদের পরিবার অতীতেও মতলবের মানুষের পাশে ছিল এবং এভাবে আজীবন পাশে থাকব ইনশা আল্লাহ। আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই, আছে শুধু মতলবের মানুষের ভালোবাসা।
তিনি বলেন, মতলবের মানুষের জন্য যেন আজীবন আমাদের পরিবার সেবা করতে পারে, সেজন্য সকলে দোয়া করবেন।
মতলব উদয়ন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমিন মৃধার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পাটওয়ারী, মতলব উত্তর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. হাবিবুর রহমান হাফিজ তপাদার, মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক মো. মাসুদ প্রধান, সমাজসেবক ফারুক পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, জেলা পরিষদের সাবেক সদস্য আল-আমিন ফরাজী প্রমুখ।