
শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর উপজেলায় জাতীয় শোক দিবসের মতবিনিময়, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ আগষ্ট রবিবার দুপরে মতলব উত্তর উপজেলার মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের অডিটরিয়ামের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখের চাঁদপুর-২ নির্বাচনী আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের আয়োজনে অনুষ্ঠানে অধ্যক্ষ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আল -আমিন মিয়াজী এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমী সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার এসআই আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ইকবাল, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত, মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এছাড়াও শিক্ষার্থীদের মাদক সন্ত্রাস থেকে মুক্ত রাখতে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই মাদক প্রতিরোধে সকল শ্রেণীর পেশার মানুষের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। তাহলেই সমাজ থেকে মাদক দুর হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ব্যাপারে খুবই আন্তরিক। আধুনিক শিক্ষা বিস্তারে তিনি কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই দিচ্ছেন। উপবৃত্তি দিচ্ছেন এবং মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন। তাই কোন শিক্ষার্থী পিছিয়ে নেই। সকলেই ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ব্যাপারে সচেতন হবেন
তিনি আরো বলেন, শুধুমাত্র প্রচলিত আইন দিয়ে সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব নয় বরং এর জন্য প্রয়োজন সামজিক সচেতনতা বৃদ্ধি করা, নারী শিক্ষার প্রসার ও দারিদ্র বিমোচন করা প্রয়োজন।