
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতা ছিলেন না, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বঙ্গবন্ধু সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তাঁর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়।
আজ রবিবার (১৪ অগাস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ মোহাম্মদ আজহার বলেন, “১৫ অগাস্ট কাল রাতে সংগঠিত ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত খুনি চক্র নিত্য-নতুন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রযাত্রা রোধ করতে চায়। এই খুনি চক্র এখনো সোচ্চার রয়েছে।”।