Home ব্রেকিং ঢাকা ৫আসনের ডেমরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও মিলাদ...

ঢাকা ৫আসনের ডেমরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

35
0
SHARE

আবু কাউসার :-
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডেমরা থানার অন্তর্গত ৬৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-৫ আসনের মাঁটি ও মানুষের নেতা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি-
আলহাজ্ব মোঃ কামরুল হাসান রিপন।

আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন-শফিকুর রহমান পিপিএম, অফিসার ইনচার্জ, ডেমরা থানা।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেনঃ বীর মুক্তিযোদ্ধা এস এম বাবুল আক্তার, শাহজাহান মুন্সী (প্রবীণ আওয়ামীলীগ নেতা) বক্তব্য রাখেন সৈয়দ আহমেদ (সহ-সভাপতি – আওয়ামী যুবলীগ, ঢাঃমঃদঃ) কাজী সোহেল (সাধরণ সম্পাদক- আওযামী স্বেচ্ছাসেবক লীগ, কদমতলী থানা) জাফর আহমেত বাবু (সাবেক সাংগঠনিক সম্পাদক, সারুলিয়া ইউ পি আওয়ামীলীগ), মাহবুব আলম ফয়সাল (সভাপতি- ডগাইর পশ্চিমপাড়া উত্তর ইউনিট), মোঃ আলাউদ্দিন (সাধাঃ সম্পাঃ ডগাইর পশ্চিমপাড়া উত্তর ইউনিট), মোঃ হানিফ শেখ (সি. সহ-সভাপতি, রুস্তম আলী ইউনিট আওয়ামীলীগ), মোঃ মনিরুল ইসলাম খান (সাবেক ১নং যুগ্ম-আহ্বায়ক, ডেমরা থানা আওয়ামী স্বচ্ছাসেবক লীগ), মোঃ মোক্তার হোসেন (সাবেক যুগ্ম-আহ্বায়ক, ডেমরা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ), আজিজুল হক মিঠু, মোঃ জাকির হোসেন লিমন (সাবেক সহ-সভাপতি, ডেমরা থানা ছাত্রলীগ), মোঃ মান্নান সরকার (সহ-সম্পাদক, ঢাঃমঃদঃ যুবলীগ),নীরু আমিন নুরুল (সাবেক সভাপতি- মাতুয়াইল ইউ পি যুবলীগ), শাহাদাত হোসেন ফরহাদ (সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক- সারুলিয়া ইউ পি যুবলীগ), মোঃ রাসেল ভূঁইয়া (সভাপতি- ৬৬নং ওয়ার্ড যুবলীগ), মোঃ মেহেদী হাসান (সাধাঃ সম্পাঃ ৬৬নং ওয়ার্ড যুবলীগ), মোঃ এরশাদ মিয়া (যুগ্ম-সাধারন সম্পাদক- ৬৬নং ওয়ার্ড যুবলীগ), মোঃ শামীম খান (সাংগটনিক সম্পাদক ৬৬নং ওয়ার্ড যুবলীগ), সিফাত সাদেকিন চপল(সাবেক সভাপতি- ডেমরা থানা ছাত্রলীগ), মোঃ শফিকুল ইসলাম সজিব (সভাপতি- ডেমরা থানা তাঁতী লীগ), মোঃ আক্তারুজ্জামান সুফল (সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাতুয়াইল ইউ পি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ), নুরুন্নবী বাবু (সাবেক সভাপতি- সারুলিয়া ইউ পি ছাত্রলীগ, মোহাম্মদ হোসেন (সাবেক সভাপতি- ৯নং ওয়ার্ড ছাত্রলীগ), মোঃ আকরাম হোসেন ৮নং ওয়ার্ড ছাত্রলীগ), জুনায়েদ আহমেদ হিমেল (সভাপতি- ৬৬নং ওয়ার্ড ছাত্রলীগ), আবির আহমেদ রাতুল (সাধাঃ সম্পাঃ ৬৬নং ওয়ার্ড ছাত্রলীগ)।

উক্ত সভায় সভাপতিত্ব করেন- মোঃ মনির হোসেন শাহীন মুন্সী( ডগাইর পশ্চিমপাড়া দক্ষিণ ইউনিট আওয়ামীলীগ), সঞ্চালনা করেন- দেলোয়ার হোসের (সাধাঃ সম্পাঃ ডগাইর পশ্চিমপাড়া দক্ষিণ ইউনিট)।
সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print