Home ব্রেকিং মধ্যরাতে ভোক্তা অধিকারের অভিযান কাওরান বাজারে

মধ্যরাতে ভোক্তা অধিকারের অভিযান কাওরান বাজারে

38
0
SHARE

বি.পরিক্রমা : কাওরান বাজার সবজির আড়তে মধ্যরাতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল সোমবার দিবাগত তার ১১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত কাওরান বাজারে সবজির আড়তে বিশেষ অভিযান পরিচালনা করে।আজ মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোকামে শষা ৩২ টাকা এবং কাওরান বাজারে ৪০-৪৫ টাকা, বেগুন মোকামে ৩৬ টাকা এবং কাওরান বাজারে ৪৫-৫০ টাকা, কাঁচা মরিচ মোকামে ৩০ টাকা এবং কাওরান বাজারে ৪০ টাকা, উস্তে-করলা মোকামে ৩৩ টাকা এবং কাওরান বাজারে ৪৫ টাকা, পটল মোকামে ১৫ টাকা এবং কাওরান বাজারে ২০ টাকা দরে বিক্রি হলেও খুচরা পর্যায়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। প্রকৃত কৃষকরা লাভবান না হয়ে মধ্যস্বত্তভোগীরা লাভবান হচ্ছেন! গতকাল মধ্যরাতে কারওয়ান বাজারে সবজি বাজারে অভিযানে দেখা যায়, আড়ত হতে পাইকারি এবং খুচরা পর্যায়ে ৩০-৩৫ টাকার সবজি ৭৫-৮০ টাকায় বিক্রি করা হয়। এখানে প্রান্তিক কৃষক যেমন উৎপাদন খরচ পান না অপরদিকে ভোক্তারা উচ্চমূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। মাঝখানে ২-৩ হাত বদলের ফলে মধ্যস্বত্বভোগীরাই প্রতিদিন বিপুল পরিমাণ অনৈতিক মুনাফা করছে।

image_pdfimage_print