
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, স্বাধীনতার পর দেশে টাকা-পয়সা, খাবার ছিলো না। ১৯ দিনের মাথায় পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন বঙ্গবন্ধু। যা ভারত করেছিলো স্বাধীনতার ৩ বছর আর পাকিস্তান ৬ বছর পর। এর মধ্য দিয়েই বঙ্গবন্ধুর দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়।
সোমবার সেচ ভবন মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাত নিয়েও কাজ করেন বঙ্গবন্ধু। মাত্র সাড়ে তিন বছরে কৃষির যে ভিত্তি তৈরি করেছেন তা অবিস্মরণীয়। এ জন্যই এখন কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয়। তাকে হত্যার মাধ্যমে তখন দেশের উন্নয়ন স্থিমিত করা হয়েছিলো। উন্নয়ন বিরোধীরা দীর্ঘ পরিকল্পনা করে তাকে হত্যা করেছে। এখন স্বাধীনতা যুদ্ধে পরাজিতরা আবারো সেই অপচেষ্টা চালাছে। তারা এ পর্যন্ত ১৯ দফা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে।