
পরিক্রমা ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরেই মুশফিকুর রহিমের ব্যাটে রান নেই। বাংলাদেশ দলে তার জায়গা নিয়েও উঠছিল প্রশ্ন। সব আলোচনা থামিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।
জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের অবসরের ঘোষণায় অভিনন্দন জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
নিজের ভেরিফাইড ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন মুশফিক!
১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার…।
টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’
জানা গেছে, ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক।