Home রাজনীতি মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক বিতরণ করলেন এমপি রুহুল

মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক বিতরণ করলেন এমপি রুহুল

40
0
SHARE

সমীর ভট্টাচার্য:

মতলব দক্ষিণ উপজেলায় দলীয় কর্মী এবং অসুস্থ লোকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। গত ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, জেলা কৃষক লীগ নেতা জয়নাল আবেদীন, আইনজীবী লিয়াকত আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, সাইফুল ইসলাম মোহন, পিন্টু সাহাসহ দলীয় নেতা কর্মীরা ।

ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলার ২৭ জন অসুস্থ ব্যক্তিকে মোট ১২ লাখ টাকার চেক দেওয়া হয়। চিকিৎসার ধরন অনুযায়ী ৫০ ও ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

image_pdfimage_print